রাজশাহী প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদ জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। কারাগারের জেলার তারেক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক কামাল জানান, দুপুরে রাজশাহীর আদালত থেকে আবু সাঈদ চাঁদের জামিনের কাগজ আসে। এরপরই তিনি মুক্তি পান। গত ২১ মার্চ থেকে কারাগারে ছিলেন বিএনপির এই নেতা।
গত ২১ মার্চ নাশকতার একটি মামলায় রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান