হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারায় দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান, ধরপাকড়ে জোর পুলিশের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাগমারায় দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। গত শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে। এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে শুক্র ও শনিবার মিছিল-সমাবেশ করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।

শনিবার রাত থেকে বাগমারায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে পুলিশের ধরপাকড়ে জোর দেওয়া হয়। এক রাতে ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তারও করা হয়। পুলিশ বলছে, তারা ৫ আগস্টের হামলা মামলার ‘তদন্তে প্রাপ্ত’ আসামি। ‘জয় বাংলা’ স্লোগান লেখার সঙ্গে তাঁদের গ্রেপ্তারের সম্পর্ক নেই।

থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে উপজেলার ঝিকড়া ইউনিয়নের মদাখালি বাজারে অভিযান চালিয়ে চায়ের দোকানি মকছেদ আলী (৪৮), বড় বিহানালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কার (৪৪) এবং আওয়ামী লীগকর্মী জাহাঙ্গীর আলমকে (৫৬) গ্রেপ্তার করা হয়।

রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ ফরিদুল রিপন (৩৫), ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন (৩০), মাড়িয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন (৪৫), হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিমুল হক রিকো (৩২), তাহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন (৪৮), শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সদস্য শরীফ মাহমুদ (৩২) ও ঝিকড়া যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম (২৪)।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার হামলায় তারা ‘সন্দিগ্ধ’ আসামি। ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি বলেন, দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখার কারণে তাদের গ্রেপ্তার করা হয়নি। এটা নিয়ে থানায় কোনো মামলাও হয়নি। তবে কারা দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের