হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

টাকা ছিনিয়ে নিয়ে ভিক্ষুককে বাস থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শুকুর আলী (৬০) নামে এক ভিক্ষুকের ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে বিবস্ত্র করে বাস থেকে দুর্বৃত্তরা ফেলে দিয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় ওই ভিক্ষুককে বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস থেকে ফেলে দেওয়া হয়। 

ভিক্ষুক শুকুর আলী বগুড়া জেলা সদরের চক সূত্রাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

আজ শনিবার দুপুরে শুকুর আলী বলেন, ‘ভিক্ষা করার জন্য বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বনলতা এন্টারপ্রাইজ নামে একটি বাসে উঠি। কিছু দূর আসার পর কয়েকজন লোক আমাকে খাবার দেয়। সেই খাবার খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপরের ঘটনা আর মনে নাই। জ্ঞান ফিরে দেখি আমি বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে আছি। পকেটে ভিক্ষার ৬০০ টাকা ছিল, সে টাকাগুলোও নাই।’ 

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। 

চিকিৎসক আরও বলেন, ভিক্ষুক শুকুর আলীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। 

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক হাফিজ বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে ওই ভিক্ষুককে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাঁকে লুঙ্গি পরিয়ে দিয়ে খাবার খাওয়াই। এরপর তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।’

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা