হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালে এক নারীর শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন ফরিদা (২৫) নামে এক রোগীর শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

আজ বুধবার সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে আসা প্রতিবেদনে এ তথ্য জানা যায়। নিপাহ ভাইরাসে আক্রান্ত ওই তরুণীর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ আজকের পত্রিকাকে জানান, বেশ কিছু দিন আগে রোগীসহ তার শ্বশুরের পরিবারের লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েক দিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হন। তবে কয়েক দিন আগে তিনি মারা গেছেন। এ দিকে গত ২২ ফেব্রুয়ারি মস্তিষ্কে প্রদাহ নিয়ে ফরিদা রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়। গত ২৫ ফেব্রুয়ারি তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। তবে ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাকে হাসপাতালের বিশেষায়িত নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়েছে। 

রামেক পরিচালক শামীম আহমেদ আরও জানান, এ দিকে ফরিদার শাশুড়িও জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তারও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

এদিকে রামেক হাসপাতালের নিপাহ ভাইরাসে আক্রান্তদের জন্য ওয়ার্ডে বর্তমানে ছয়জন রোগী ভর্তি রয়েছেন। তবে তাদের নমুনা এখনো পরীক্ষাসম্পন্ন হয়নি। এর আগে চলতি বছরেই নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন