হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত স্বামী বেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি ৩ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে গুরুদাসপুরের খামার পাথুরিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নাটোর পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়াড়ী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল হোসেন স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এসব তথ্য জানান। 

বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা গেছে, বিয়ের কয়েক বছর পর বেলাল হোসেনের সঙ্গে আরেক নারীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন তাঁর স্ত্রী। এ নিয়ে জানতে চাইলে বেলাল ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যার হুমকি দেন। ২০১৯ সালের ৩১ মার্চ ভোরে জেসমিনের মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন আসেন। তাঁরা জেসমিনের মৃত্যুর বিষয়ে বেলালের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে চুপ থাকেন। পরে তাঁর লাশ নিয়ে যেতে চাইলে বেলাল হোসেন বাঁধা দেন এবং দ্রুত লাশ দাফনের ব্যবস্থা করেন।

এ ঘটনায় নিহত জেসমিনের ভাই বাদী হয়ে আদালতে বেলাল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে পলাতক ছিলেন বেলাল।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার