হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরের ভাষাসৈনিক ফজলুল হক আর নেই

নাটোর প্রতিনিধি 

ফজলুল হক। ছবি: সংগৃহীত

নাটোরের ভাষাসৈনিক ফজলুল হক (৮৫) ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার জন্য রাজপথে নেমে আন্দোলনে যোগ দেন ফজলুল হক। নাটোর জেলায় যে কজন ভাষা সৈনিক ছিলেন, তাঁদের মধ্যে তিনি সবার শেষে মারা গেলেন।

ফজলুল হকের ছেলে ওয়াসিফ-উল-হক তাঁর বাবার মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মঙ্গলবার বাদ জোহর নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে (পুরোনো কাচারি মাঠ) জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়েছে।

জেলার সিংড়া উপজেলার দমদমা গ্রামে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন ফজলুল হক। জেলা বোর্ডের সেকশন অফিসার হিসেবে সরকারি চাকরি শুরু করেন। অবসর গ্রহণের পর নাটোর ইউনাইটেড মেডিকেল হল প্রতিষ্ঠা করেন। ভাষা আন্দোলনে ভূমিকা রাখায় রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি না পেলেও ২০১০ সালে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের শতবর্ষ উৎসবে তাঁকে সম্মাননা প্রদান করা হয়।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ