হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশ হেফাজতে কিশোর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারা থানা। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কিশোরকে (১৫) হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরকে তার বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি তৌহিদুল জানান, ওই কিশোর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে মন্তব্য করেন। এর স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় লোকজন গতকাল রাতে তার বাড়ি ঘেরাও করে রাখে।

খবর পেয়ে তাহেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে হেফাজতে নেয়। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে একটি মামলা করেন।

ওসি জানান, আইনের সঙ্গে সংঘাতে জড়িত ওই কিশোরকে আদালতে পাঠানো হবে। তারপর আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার