হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যান আরোহী নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

পুঠিয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যান আরোহী নারী নিহত। ছবি: সংগৃহীত

ভ্যানে চেপে যাচ্ছিলেন মাজেদা বেগম (৪০)। পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস। তাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাজেদা, আহত হন ভ্যানের চালক। আজ বুধবার সকাল ৮টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাঁর স্বামীর নাম বাচ্চু মিয়া।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এরপর বাস ফেলে পালিয়ে যান চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, বেপরোয়া গতিতে চলছিল বাসটি।

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়ার পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী আজকের পত্রিকাকে বলেন, সকালে মাজেদা বেগম ভ্যানে চড়ে যাচ্ছিলেন। তখন বেপরোয়া বাসটি পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। তাতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাজেদা। আহত হন ভ্যানচালক।

ওসি আরও বলেন, এ ব্যাপারে নিহত নারীর স্বামী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। বাসের চালক পলাতক আছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ