হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর সুনাম ধরে রাখতে চাই: খায়রুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহী শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। এ সুনাম ধরে রেখে শহরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহীর সুনাম ধরে রাখতে চাই।’

আজ শনিবার দুপুরে নগর ভবনে সিটি হল সভাকক্ষে রাসিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

লিটন বলেন, ‘প্রবাসী ও সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যাঁরা আছেন, তাঁদের অনেকে অবগত হয়েছেন যে বাংলাদেশে একটি শহর আছে, সেটি অন্য শহরের চেয়ে পৃথক। রাজশাহী নগরীতে যাঁরা বেড়াতে আসেন, তাঁরা ঘুরে দেখেন, মুগ্ধ হন, সপরিবারে ছবি তোলেন। নগরবাসীর সহযোগিতায় সবার আন্তরিক প্রচেষ্টায় রাজশাহী নান্দনিক শহরে পরিণত হয়েছে। এই সুনাম ধরে রেখে এগিয়ে যেতে চাই।’ 

রাসিক মেয়র আরও বলেন, ‘সিটি করপোরেশনের অনুমতি ছাড়া যত্রতত্র পোস্টার লাগানো আইনত অপরাধ। নতুন ভবন, দৃষ্টিনন্দন সড়কবাতির পোলে আঠা দিয়ে পোস্টার লাগানোয় সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ ব্যাপারে আমরা এবার অ্যাকশনে যেতে চাই। এ ছাড়া অনুমতি ছাড়া কেউ রাস্তা বা ফুটপাতে নির্মাণসামগ্রী রাখতে পারবেন না। নির্মাণসামগ্রী দীর্ঘদিন রাস্তার ওপরে ফেলে রেখে জনগণের চলাচলে বিঘ্ন ঘটাবেন, এটি আমরা বরদাশত করব না।’ 

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ বক্তব্য দেন।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা