হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় পোলান সরকার (৫২) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

নিহত পোলান সরকার বানেশ্বর কাচারিপাড়া এলাকার পোকরা মণ্ডলের ছেলে। তিনি বানেশ্বর হাটের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। 

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে চালক ট্রাকটি সড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যান। 

বানেশ্বর হাট ইজারদার ওসমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পোলান সরকার বানেশ্বর হাটের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। আজ হাটের দিন এ কারণে তিনি ভোরে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। 

ওসমান আলী আরও বলেন, একই স্থানে আরও দুজনকে ট্রাকটি ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পোলান সরকার মারা যান। 

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা