হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ১

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ইসমাইল হোসেন (১৫) নামের এক অটোচালককে হত্যার অভিযোগে মো. আব্দুল্লাহ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল রাতেই তাড়াশ উপজেলার কুন্দইল-তাড়াশ আঞ্চলিক সড়কের দীঘি এলাকার একটি ধানখেত থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়। 

ইসমাইল নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। এই হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. আব্দুল্লাহও একই এলাকার শ্রীপুর দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা। 

এ নিয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অটোরিকশা ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১২টার দিকে তিনি চালককে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী দীঘি নামক এলাকার এক ধানখেত থেকে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। এ বিষয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা হয়েছে।’ 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সকালে তাড়াশে যাওয়ার কথা বলে যাত্রী সেজে ইসমাইল হোসেনের অটোরিকশায় ওঠেন আব্দুল্লাহ। পরে দুপুর ১২টার দিকে তাড়াশ-কুন্দইল আঞ্চলিক সড়কের দীঘি এলাকায় গলায় গামছা পেঁচিয়ে ইসমাইল হোসেনকে শ্বাসরোধে হত্যা করেন আব্দুল্লাহ। এরপর পাশের ধানখেতে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তিনি। পরে উপজেলার মাধাইনগরের কাস্তা এলাকায় বিক্রি করতে গেলে স্থানীয়দের কাছে অটোরিকশাটি চোরাই বলে সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা ধোলাই দিয়ে তাঁকে মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিবের কাছে নিয়ে যায়। সন্ধ্যার দিকে নিহত ইসমাইলের স্বজনদের খবর দেওয়া হয়। সেখানে সালিশে আব্দুল্লাহর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশে সোপর্দ করা হয়।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক