হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে শিক্ষার্থীদের অবরোধ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মহানন্দা সেতুর টোল প্লাজা অবরোধ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পলিটেকনিকের শত শত শিক্ষার্থী টোল প্লাজায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদুর রহমান বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর টোলপ্লাজায় গাড়ি অতিক্রম করার সময় কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগ তুলেন শিক্ষার্থীরা।

মহানন্দা টোল প্লাজার ম্যানেজার ফাহিম রহমান জানান, সব সাধারণ গাড়ির মতো অধ্যক্ষ সাহেবের গাড়িটি টোল আদায়ের জন্য দাঁড় করানো হয়। পরবর্তীতে অধ্যক্ষ সাহেব পরিচয় দিলে তাঁকে আমরা জানাই আপনার গাড়িটি ছাড় পাবে কি পাবে না সেটি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানাবো। এরপর তাঁর কাছে টোল না নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা হঠাৎই এসে কোন কথা ছাড়াই টোল প্লাজায় অবরোধ করে কার্যক্রম বন্ধ করে দেয়। এতে আমাদের ১ লাখ টাকা টোল আদায় ব্যাহত হয়েছে।

পরে এক ঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও পলিটেকনিকের শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি শান্ত হলে আবারো যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে টোলপ্লাজা ও শিক্ষার্থীদেরকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা