হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া কারাগারে গুরুতর অসুস্থ আ.লীগ নেতা রিপু, পাঠানো হলো ঢাকায়

বগুড়া প্রতিনিধি

বগুড়া কারাগারে গুরুতর অসুস্থ আ.লীগ নেতা রিপু। ছবি: আজকের পত্রিকা

বগুড়া কারাগারে বন্দী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু (৬৮) অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পাঠানো হয়েছে।

বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেপ্তার হন বগুড়া–৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তাঁর নামে বগুড়া সদর থানায় ১৯টি মামলা দায়ের হয়।

জানতে চাইলে কারা তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে জানান, রাগেবুল আহসান রিপু দুপুরে খাবারের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।

বিকেলের দিকে অবস্থা কিছুটা অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কারা হেফাজতে ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গত শুক্রবার দুপুরে রাগেবুল আহসান রিপু হাজতি আসামি হিসেবে কারাগারে আসেন।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা