হোম > সারা দেশ > রাজশাহী

২ মাথায় ৩ কান, ৪ চোখওয়ালা বাছুর দেখতে ভিড়

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  

দুর্গাপুরে ২ মাথায় ৩ কান, ৪ চোখওয়ালা বাছুর দেখতে ভিড়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী দুর্গাপুরের নান্দিগ্রাম এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর গরু। এ ছাড়া বাছুরটির মুখ দুটি, কান তিনটি এবং চোখ রয়েছে চারটি।

আজ রোববার উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রামের বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর একটি গাভি জন্ম দেয় এমন বাছুর। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই বাড়িতে বাছুরটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

‎গাভির মালিক জ্যোতিষ সন্ন্যাসী বলেন, ‘বিশেষ ধরনের এই বাছুরটির একটি মাথায় দুটি মুখ রয়েছে, যার দুই দিক থেকেই বাছুরটি খাবার খেতে পারে। তবে বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনো উঠে দাঁড়াতে পারছে না। এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারছে না।’

বাছুরটি দেখতে আসা আলীপুর গ্রামের তরিকুল হক বলেন, ‘এমন বাছুর প্রসব হয়েছে। খবরটি চারদিকে ছড়িয়ে পড়েছে। স্বচক্ষে দেখার জন্য একেবারে গাভির মালিকের বাড়িতে চলে এসেছি। বাড়িতে ভিড় করছে আশপাশের লোকজন।’

‎জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত জেনেটিকস ডিফেক্টের কারণে গাভির এমন ত্রুটিপূর্ণ বাচ্চার জন্ম হয়। যেহেতু বাচ্চাটি খাচ্ছে। আসা করছি, দ্রুত সার্ভে করবে।’

তিনি বলেন, ‘ভিটামিনসহ সব ধরনের ওষুধ আমরা দিয়ে যাচ্ছি। তবে গাভির বাচ্চাটি যাতে সুস্থ থাকে, সে জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।’

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা