হোম > সারা দেশ > রাজশাহী

২ মাথায় ৩ কান, ৪ চোখওয়ালা বাছুর দেখতে ভিড়

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  

দুর্গাপুরে ২ মাথায় ৩ কান, ৪ চোখওয়ালা বাছুর দেখতে ভিড়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী দুর্গাপুরের নান্দিগ্রাম এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর গরু। এ ছাড়া বাছুরটির মুখ দুটি, কান তিনটি এবং চোখ রয়েছে চারটি।

আজ রোববার উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রামের বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর একটি গাভি জন্ম দেয় এমন বাছুর। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই বাড়িতে বাছুরটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

‎গাভির মালিক জ্যোতিষ সন্ন্যাসী বলেন, ‘বিশেষ ধরনের এই বাছুরটির একটি মাথায় দুটি মুখ রয়েছে, যার দুই দিক থেকেই বাছুরটি খাবার খেতে পারে। তবে বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনো উঠে দাঁড়াতে পারছে না। এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারছে না।’

বাছুরটি দেখতে আসা আলীপুর গ্রামের তরিকুল হক বলেন, ‘এমন বাছুর প্রসব হয়েছে। খবরটি চারদিকে ছড়িয়ে পড়েছে। স্বচক্ষে দেখার জন্য একেবারে গাভির মালিকের বাড়িতে চলে এসেছি। বাড়িতে ভিড় করছে আশপাশের লোকজন।’

‎জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত জেনেটিকস ডিফেক্টের কারণে গাভির এমন ত্রুটিপূর্ণ বাচ্চার জন্ম হয়। যেহেতু বাচ্চাটি খাচ্ছে। আসা করছি, দ্রুত সার্ভে করবে।’

তিনি বলেন, ‘ভিটামিনসহ সব ধরনের ওষুধ আমরা দিয়ে যাচ্ছি। তবে গাভির বাচ্চাটি যাতে সুস্থ থাকে, সে জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার