হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরের যুবলীগ নেতা কালিয়া গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 

গ্রেপ্তার শফিকুল ইসলাম কালিয়া। ছবি: আজকের পত্রিকা

নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম কালিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে হরিশপুর এলাকার একটি বিলের মধ্যে থেকে আটক করে পুলিশ।

কালিয়া হরিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওসমানী গণির ছেলে ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি নাটোরের আলোচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন, কালিয়ার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ চাঁদাবাজি, দখলবাজি মিলিয়ে ১৩টি মামলা রয়েছে। তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর বড় হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালিয়া দীর্ঘদিন জেলার বাইরে গা-ঢাকা দিয়ে ছিলেন। সম্প্রতি তিনি নাটোরে আসেন। তিনি হরিশপুরের পার্শ্ববর্তী বিল এলাকায় গোপনে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর এলাকার পাশের একটি বিলের মধ্যে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ