হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরের যুবলীগ নেতা কালিয়া গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 

গ্রেপ্তার শফিকুল ইসলাম কালিয়া। ছবি: আজকের পত্রিকা

নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম কালিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে হরিশপুর এলাকার একটি বিলের মধ্যে থেকে আটক করে পুলিশ।

কালিয়া হরিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওসমানী গণির ছেলে ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি নাটোরের আলোচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন, কালিয়ার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ চাঁদাবাজি, দখলবাজি মিলিয়ে ১৩টি মামলা রয়েছে। তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর বড় হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালিয়া দীর্ঘদিন জেলার বাইরে গা-ঢাকা দিয়ে ছিলেন। সম্প্রতি তিনি নাটোরে আসেন। তিনি হরিশপুরের পার্শ্ববর্তী বিল এলাকায় গোপনে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর এলাকার পাশের একটি বিলের মধ্যে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার