বগুড়ার গাবতলীতে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার পাশে বসে থাকা দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ও আরোহী।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে গাবতলী উপজেলার কদমতলী গ্রামের রাস্তায় দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন কদমতলী গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে দোলা আকন্দ (৬০) ও আহম্মেদ প্রামাণিকের ছেলে সুজন (২০)। আহত মোটরসাইকেলচালক পাভেল (৩৫) গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, রাতে গরমের কারণে গাবতলী থানার কদমতলী গণকবরস্থানের পাশের রাস্তায় বসে ছিলেন ওই দুই ব্যক্তি। রাত ১২টার দিকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা দুজনকে ধাক্কা দিয়ে পড়ে যায়। তাঁরাসহ মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুজন ও দোলা আকন্দ মারা যান। মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে চালক পাভেলকে হাসপাতালে ভর্তি করা হয়। আর মোটরসাইকেল আরোহী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
ওসি আরও বলেন, দুর্ঘটনার বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি। মরদেহ রাস্তা থেকেই বাড়িতে নিয়ে গেছেন।