হোম > সারা দেশ > রাজশাহী

খানাখন্দে ভরা বদলগাছীর গ্রামীণ সড়ক, ঘটছে দুর্ঘটনা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

বদলগাছীতে এলজিইডির গ্রামীণ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বেপরোয়াভাবে ইটভাটার মাটি ও ইট বহনকারী অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে সড়কগুলোতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিবছরই ইট তৈরির মৌসুমে কয়েক মাস ধরে একই সড়ক দিয়ে বেপরোয়াভাবে মাটি বহনকারী অবৈধ ট্রাক্টর চলাচল করে। এতে সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 
 
জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার প্রায় সকল গ্রামীণ সড়কগুলো খানাখন্দে ভরপুর। কিন্তু সেদিকে প্রশাসন কোনো নজর না দেওয়ায় মেরামতের কিছুদিন পরই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। শুধু তাই নয়, বেপরোয়াভাবে অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে ঘটছে ছোটবড় দুর্ঘটনা। 

বিভিন্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের পাকা সড়কগুলোর একই অবস্থা। গ্রামীণ সড়কগুলোতে সরকারিভাবে ধারণ ক্ষমতা ১৫ টনের বেশি মালবোঝাই পরিবহন চলাচল করা নিষেধ থাকলেও কেউ তা মানছেন না। একই সড়ক দিয়ে সব সময় অবৈধ ট্রাক্টর মাটি ও ইট পরিবহন করায় জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কোলা ইউপির কোলা বাজার থেকে হুদাইকুরি হয়ে পারসোমবাড়ী বাজার পর্যন্ত প্রায় ৭-৮ কিলোমিটার পাকা সড়কের পিচ ও খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোটবড় খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই পাকা সড়ক কর্দমাক্ত হয়ে যায়। উপজেলার প্রায় সব সড়কগুলোর এখন একই অবস্থা।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা বলেন, ধুলোবালিযুক্ত সড়কে চলাচল করায় শিশুরা নিউমোনিয়াসহ বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মোখলেছুর রহমান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সড়কগুলোতে ১৫ টনের বেশি লোড দেওয়া নিষেধ থাকলেও কেউ তা মানছেন না। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৭-৮ গ্রামীণ সড়কগুলো মেরামতের জন্য বরাদ্দ এসেছে। কাজ শুরু করা হবে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার