হোম > সারা দেশ > রাজশাহী

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি  

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে গণভোটের মাধ্যমে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

এর আগে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার জোহা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতি না করে রাজনীতির নামে গণহত্যা করেছে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ শুধু যে গণহত্যা চালিয়েছে তা নয়, তারা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দিয়েছিল। আমরা আমাদের ভাগ্যকে আর কারও হাতে তুলে নিজেদের বর্গা দিতে চাই না। অবিলম্বে আওয়ামী লীগকে বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে।’

বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ‘ইতিহাস আমাদের একটা সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দিল্লির স্বার্থ বাস্তবায়ন করে গিয়েছে। যখনই কেউ প্রতিবাদ করতে গিয়েছে, তাকে আয়নাঘরে নেওয়া হয়েছে অথবা গুম করা হয়েছে। আমার ভাইদের তুলে নিয়ে জঙ্গি তকমা দিয়েছে। এর পরে জুলাইয়ে অধিকার নিয়ে কথা বলতে গেলে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগ শুধু গণহত্যা করেনি, এমন কোনো অপরাধ নেই যা তারা উৎসাহ নিয়ে করেনি। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা বলেন, আওয়ামী লীগ কোনো রাজনীতি করেনি, রাজনীতির নামে রাজনীতিকে নস্যাৎ করার চেষ্টা করেছে। একাত্তরে শেখ মুজিব মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে ক্ষমতায় বসে গণতন্ত্রের নামে বাকশাল গঠন করে গণতন্ত্রকে ধুলিস্যাৎ করেছে। এর পরে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনব্যবস্থা নষ্ট করে দিয়েছে। একটা রাজনৈতিক দল হিসেবে যে আচরণ থাকা উচিত, তাদের মধ্যে ১৫ বছরেও তা দেখা যায়নি। এত বড় সুযোগ পেয়েও যে আওয়ামী লীগ রাজনীতির নামে গণহত্যা করেছে, সেই আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব, ‘যদি ন্যায়বিচার বলে কিছু থাকে, নিষিদ্ধ করতে হবে। ইন্টেরিম আপনাদের নিরাপদে থাকতে হলে জনগণের কাতারে নেমে আসেন। আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো আপস করা হবে না।’

সমাবেশে গণ–অভ্যুত্থান মঞ্চের সংগঠক ইমরান হাসানের সঞ্চালনায় এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার