রাজশাহীতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ রোববার রাজশাহী কলেজের পরীক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী কলেজের মোট ৫১৪ জন শিক্ষার্থী টিকা নেন।
এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, ‘রাসিকের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। আগামীকাল সোমবার শহরের আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে।’
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘প্রথমে শহরের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে শহরের সব কলেজেই পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর জেলার ৯ উপজেলার কলেজগুলোতে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে।’