হোম > সারা দেশ > রাজশাহী

স্টেশনে ফেলে যাওয়া ল্যাপটপ ফিরে পেলেন চার দিন পর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে স্টেশনে ফেলে যাওয়া ল্যাপটপ ও ব্যাগ ফেরত পেয়েছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। আজিজুল হক নামের এক ব্যক্তি ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার সান্তাহার জংশন স্টেশনে হারানো ল্যাপটপটি গতকাল সোমবার রাতে মালিকের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সান্তাহার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে সান্তাহার প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন মনির হোসেন। নামাজের সময় হলে পাশেই বসার স্থানে ব্যাগটি রেখে নামাজে যান তিনি। নামাজ শেষে ট্রেন চলে আসায় ভুলে ব্যাগ রেখেই চলে যান তিনি। প্রায় ৫ ঘণ্টা ব্যাগটি সেখানেই পড়ে ছিল। পরে স্টেশনে থাকা এক ছিন্নমূল ব্যক্তি ব্যাগটি উদ্ধার করে আজিজুল হকের কাছে নিয়ে যান।

এ বিষয়ে গরিবের রাজা নামে পরিচিত আজিজুল হক রাজা বলেন, ‘ব্যাগটি আমার কাছে নিয়ে আসার পর প্ল্যাটফর্মে যাত্রীদের মধ্যে কারও ব্যাগ হারিয়েছে কি না জানার চেষ্টা করি। মালিককে খুঁজে না পাওয়ায় ব্যাগটি খুলে ল্যাপটপ, গাড়ির লাইসেন্স ও আম দেখতে পাই। আমি তখন স্থানীয় একজন সাংবাদিকের সহযোগিতায় ব্যাগে থাকা লাইসেন্সের নম্বর থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করি। পরে তিনি এসে ব্যাগটি নিয়ে যান।’

স্থানীয় রানা হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, রাজা ভাই ব্যাগটি কার তা খুঁজে বের করার চেষ্টা করছিলেন। কিন্তু কাউকে পাচ্ছিলেন না। শেষে এক নারীর সহযোগিতায় ব্যাগটি নিয়ে এসে আমাদের সামনে খুলে দেখেন সেখানে কী আছে। পরে ব্যাগটি তিনি বাড়ি নিয়ে যান। হয়তো অন্য কেউ পেলে ব্যাগটি আর ফেরত দিত না।’

ল্যাপটপ আর ব্যাগ ফিরে পেয়ে মনির হোসেন বলেন, ‘আমি এক প্রকার ধরেই নিয়েছিলাম, ব্যাগটি আর ফিরে পাব না। কিন্তু সাংবাদিক সাগর খান নামের এক ভাই যখন ফোন করে জানালেন, তাঁর কাছে একটি ব্যাগ রয়েছে। তখন বিশ্বাস করতে পারছিলাম না। গতকাল সোমবার রাতে আমি ব্যাগ ফেরত পেয়েছি। ল্যাপটপসহ মূল্যবান কাগজপত্র সব ঠিকঠাক আছে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল