হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অর্থঋণের মামলায় কারাগারে নেওয়ার পরদিন বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা কারাগারে নুরুল ইসলাম নামে (৭৫) এক বৃদ্ধ হাজতি আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নুরুল ইসলামের বাড়ি শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামে। 

সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন বলেন, অর্থঋণ আদালতের একটি মামলায় গতকাল রোববার কারাগারে আসেন নুরুল ইসলাম ও তাঁর ছেলে শরিফুল ইসলাম। আজ সোমবার ভোরে নুরুল ইসলাম অসুস্থ হলে দ্রুত তাঁকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

নুরুল ইসলামের পরিবার সূত্রে জানায়, আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ঋণ নিয়েছিলেন নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। ওই ঋণের জামিনদার ছিলেন বাবা নুরুল ইসলাম ও অপর ছেলে শরিফুল ইসলাম। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সিরাজগঞ্জ অর্থঋণ আদালতে বাবা ও দুই ছেলেকে বিবাদী করে মামলা দায়ের করে। এই মামলায় গতকাল রোববার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে নুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাঁদের কারাগারে পাঠিয়ে দেয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর