হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অর্থঋণের মামলায় কারাগারে নেওয়ার পরদিন বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা কারাগারে নুরুল ইসলাম নামে (৭৫) এক বৃদ্ধ হাজতি আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নুরুল ইসলামের বাড়ি শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামে। 

সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন বলেন, অর্থঋণ আদালতের একটি মামলায় গতকাল রোববার কারাগারে আসেন নুরুল ইসলাম ও তাঁর ছেলে শরিফুল ইসলাম। আজ সোমবার ভোরে নুরুল ইসলাম অসুস্থ হলে দ্রুত তাঁকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

নুরুল ইসলামের পরিবার সূত্রে জানায়, আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ঋণ নিয়েছিলেন নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। ওই ঋণের জামিনদার ছিলেন বাবা নুরুল ইসলাম ও অপর ছেলে শরিফুল ইসলাম। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সিরাজগঞ্জ অর্থঋণ আদালতে বাবা ও দুই ছেলেকে বিবাদী করে মামলা দায়ের করে। এই মামলায় গতকাল রোববার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে নুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাঁদের কারাগারে পাঠিয়ে দেয়।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা