হোম > সারা দেশ > রাজশাহী

ফেসবুকে স্কুলশিক্ষিকাকে নিয়ে কুৎসা রটনা, যুবকের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর এক স্কুলশিক্ষিকাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর কথাবার্তা ছড়ানোয় মোমিনুল ইসলাম ওরফে চঞ্চল (২৯) নামের এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি চঞ্চল রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকার বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, আসামি চঞ্চল রাজশাহীর একটি স্কুলের এক শিক্ষককে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ওই নারী প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিলে ক্ষুব্ধ হয়ে তাঁর সম্পর্কে ফেসবুকে কুৎসা রটনা করছিলেন চঞ্চল। ফেসবুকে দেওয়া হচ্ছিল ওই নারীর ছবিও। এছাড়া স্কুল সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষক ২০১৭ সালের ১৭ এপ্রিল রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করলেন।

আইনজীবী ইসমত আরা আরও জানান, মামলার রায় ঘোষণার সময় আসামি চঞ্চল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ