হোম > সারা দেশ > রাজশাহী

১৫ সেপ্টেম্বরের মধ্যে রাবির অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবাসিকতা থাকলে ছাত্রলীগ নেতা-কর্মীরা হলে অবস্থান করতে পারবেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে হল প্রাধ্যক্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, আগামী রোববার সকাল ১০টার মধ্যে আবাসিক হলে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। এরপর হলগুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় তল্লাশি চালানো হবে। তল্লাশি চালিয়ে হলগুলো নিরস্ত্র করে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা দেওয়া হবে। এর আগে ক্ষতিগ্রস্ত হলগুলো মেরামত করা হবে।’

অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘যাদের মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১০ দিন অতিক্রম হয়েছে, তাদেরও হল ত্যাগ করতে হবে। হলে কোনোভাবেই কোনো অবৈধ শিক্ষার্থী থাকতে পারবে না। আর নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি হল ত্যাগ না করলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে।’

আবাসিক ছাত্রলীগ নেতা-কর্মীদের হলে থাকার বিষয়ে সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক বলেন, ‘যারা হলের আবাসিক শিক্ষার্থী, যারা বৈধ পন্থায় হলে সিট পেয়েছে তারা হলে থাকতে পারবে। সে যেই দলই করুক না কেন। তবে কারও বিরুদ্ধে যদি ফৌজদারি, রাষ্ট্রবিরোধী কিংবা মানবতাবিরোধী কোনো অভিযোগ থাকে তাহলে তার ভিত্তিতে হল প্রশাসন চাইলে তার আবাসিকতা বাতিল করতে পারে। অন্যথায় তারা হলেই অবস্থান করতে পারবে। হল প্রশাসন এ জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।’

সভায় ১৭টি হলের প্রাধ্যক্ষসহ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে