সিরাজগঞ্জের তাড়াশে গ্রেপ্তারি পরোয়ানা একই পরিবারের ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের তয়জাল হোসেনের ছেলে দেলবার হোসেন, আব্দুল খালেক, খাইরুল ইসলাম, সাদ্দাত হোসেন, রাশিদুল ইসলাম, দেলবার হোসেনের ছেলে নাজমুল হক, খাইরুল ইসলামের স্ত্রী শাহানাজ খাতুন, দেলবারের স্ত্রী মোছাঃ নার্গিস খাতুন ও তয়জালের স্ত্রী আয়েশা খাতুন।
তাড়াশ অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, একটি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আদালত থেকে একই পরিবারের ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গত রোববার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।