হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আবাসিক হোটেলের ব্যবস্থাপককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি

বিপুল মিয়া। ছবি: সংগৃহীত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল মিয়া (৪২) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আলমাস আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ছয় বছর ধরে বগুড়া সদরের মাটিডালী এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করতেন।

পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে বিপুলকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।

স্থানীয়রা জানায়, সানশাইন নামের ওই আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ম্যানেজার বিপুলকে ছুরিকাঘাতের ঘটনার পর হোটেলে তালা দিয়ে সবাই আত্মগোপনে চলে যান।

পুলিশের পরিদর্শক আলমাস আলী বলেন, হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। নিহত বিপুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী সীমা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন