হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আবাসিক হোটেলের ব্যবস্থাপককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি

বিপুল মিয়া। ছবি: সংগৃহীত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল মিয়া (৪২) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আলমাস আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ছয় বছর ধরে বগুড়া সদরের মাটিডালী এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করতেন।

পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে বিপুলকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।

স্থানীয়রা জানায়, সানশাইন নামের ওই আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ম্যানেজার বিপুলকে ছুরিকাঘাতের ঘটনার পর হোটেলে তালা দিয়ে সবাই আত্মগোপনে চলে যান।

পুলিশের পরিদর্শক আলমাস আলী বলেন, হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। নিহত বিপুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী সীমা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা