হোম > সারা দেশ > রাজশাহী

হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর করোনা রোগীর মৃত্যু

প্রতিনিধি, বাগমারা (রাজশাহী) 

রাজশাহীর বাগমারায় হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর করোনায় আক্রান্ত হয়ে মারা যান রহিমা বেগম (৭০) নামের এক নারী। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান এক এনজিও কর্মকর্তা। আজ সোমবার সকালে করোনায় ওই দুজন মারা যান।

মৃতরা হলেন উপজেলার শ্রীপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রহিমা বেগম এবং ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামের মুকুল হোসেন (৫৬)। 

জানা গেছে, সোমবার সকালে ৯টার কিছুক্ষণ আগে করোনার উপসর্গ নিয়ে রহিমা বেগমকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার আগে চিকিৎসা করা যাবে না জানিয়ে হাসপাতালের বারান্দায় রাখা হয় তাঁকে। সকাল ৯টায় ল্যাব টেকনিশিয়ান হাসপাতালে এলে বৃদ্ধার অ্যান্টিজেন পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এর পরেই চিকিৎসকদের সামনে ছটফটিয়ে মারা যান ওই বৃদ্ধা। মারা যাওয়ার পরে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

স্বজনেরা অভিযোগ করেন, রহিমার শ্বাসকষ্ট ছিল। অক্সিজেনের প্রয়োজন থাকার পরেও হাসপাতাল থেকে এর ব্যবস্থা করা হয়নি এবং চিকিৎসায় চিকিৎসকদের চরম অবহেলা ছিল। 

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামে এনজিও কর্মকর্তা মুকুল হোসেন (৫৬) মারা যান। তিনি রংপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। 

স্থানীয়রা জানান, লকডাউন ঘোষণার পর মুকুল বাড়িতে চলে আসেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষা করেন তিনি। এরপর পজিটিভ প্রতিবেদন আসে তাঁর। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন মুকুল। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে তিনজন চিকিৎসাধীন আছেন। এঁদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, মৃত্যুর পরেই রহিমা বেগমের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। কিন্তু চিকিৎসকদের অবহেলার বিষয়ে কিছু বলেননি তিনি। 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন