হোম > সারা দেশ > রাজশাহী

বান্ধবীর আপত্তিকর ভিডিও ধারণ, কলেজছাত্র কারাগারে

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে কৌশিক (২১) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রকে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাতে জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রাম থেকে কৌশিককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৬ সোমবার কলেজছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার কৌশিক নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের জুয়েল ইসলামের ছেলে ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌকা নিয়ে বেড়াতে কৌশিক ও তাঁর বান্ধবী। এ সময় কৌশিক মোবাইলে বান্ধবীর আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে বান্ধবীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে ওই ছাত্রী রাজি না হলে মোবাইলে ধারণ করা ভিডিও স্বজনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, কৌশিককে গ্রেপ্তার পর তাঁর মোবাইল ফোন জব্দ করা হয়। ভুক্তভোগী ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার