হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় লকডাউনে ঘরের বাইরে মানুষ

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কঠোর লকডাউন উপেক্ষা করে মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন। জরিমানা করেও আটকানো যাচ্ছে না তাঁদের। এ ছাড়া অলিগলিতে কমেনি জনসমাগম। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। চলছে অটোরিকশা, ইজিবাইক আর মোটরসাইকেল। 

পৌরশহরের ব্যবসায়ীরা শাটার অর্ধেক খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার দুপুর পর্যন্ত উল্লাপাড়া পৌরশহরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (২) ধারায় ও গ্যাস লাইনে গরু ছাগলের হাট লাগানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলায় নয়জনকে সর্বমোট ২৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান।

উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান জানান, সকাল ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত উল্লাপাড়ার পৌরশহরে ও গ্যাস লাইনের গরু ছাগলের হাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয় মামলায় নয়জনকে সর্বমোট ২৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপ্রয়োজনে যারা অটোরিকশা নিয়ে বাইরে বের হয়েছে তাঁদের বাড়িতে ফেরত পাঠানো হয়। তবে ফেরত অটোগুলো বিকল্প রাস্তা ব্যবহার করে আবারও শহরে প্রবেশ করে। প্রশাসন থেকে নানাভাবে মানুষকে ঘরে থাকতে বললেও অধিকাংশ মানুষ বিধিনিষেধ মানছেন না। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। 

গত বৃহস্পতিবার পর্যন্ত উল্লাপাড়া উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আলামিন সরকারসহ মোট ২৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর