হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় আগুনে পুড়ল পাটের গুদাম

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর আগুন লাগে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি গুদাম মালিক বিপদ সাহার। 

স্থানীয় লোকজন জানান, রাতে হঠাৎ পাটের গুদামে ধোয়া দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলতে দেখতে যায়। এ সময় তাঁরা বাঘা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। 

বাঘা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘গতকাল বুধবার রাতে নারায়ণপুর বাজারে বিপদ সাহার পাটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে চলে আসি। এটা পাটের গুদাম, সে কারণে পুরো পাট না সরানো পর্যন্ত রাতভর আমাদের এখানে অবস্থান করতে হয়েছে। পরে সকালে নারায়ণপুর বাজার শ্রমিক ইউনিয়নের লোকজন এসে পাট সরানোর পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।’ 

বাঘা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত কুমার বাকু পাণ্ডে বলেন, ‘আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ 

তবে গুদাম মালিক বিপদ সাহা বলেন, শত্রুতাবসত কেউ আগুন লাগিয়েছে। এ ঘটনায় তাঁর প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড