হোম > সারা দেশ > রাজশাহী

সুস্থ থাকতে হলে সুন্দর চিন্তা করতে হবে: রাজশাহীর বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের উদ্যোগে বিশ্ব চিন্তা দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, ‘সুন্দর চিন্তা মানুষকে সুস্থ রাখে। খারাপ চিন্তা অসুস্থ করে তোলে। তাই সুস্থ থাকার জন্য সবাইকে সুন্দর কিছু নিয়েই চিন্তা করতে হবে।’ 

আজ রোববার সকালে রাজশাহী গার্লস গাইডস কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘সমীক্ষায় দেখা গেছে একজন মানুষ দিনে প্রায় ছয় হাজারটি চিন্তা করে থাকে। সুন্দর চিন্তা করলে স্তন ক্যানসার ও কোলন ক্যানসারের ঝুঁকি কমে। সংক্রমণ ও হৃদ্‌রোগের ঝুঁকি কমে। ফুসফুসের রোগ কমে যায়। স্ট্রোকের ঝুঁকি কমে।’ 

তিনি বলেন, ‘সুন্দর চিন্তা করতে হলে জ্ঞানী লোকের সাহচর্যে থাকতে হবে। তাহলে ভালো চিন্তা করা যাবে। আর ভালো চিন্তা করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। খারাপ চিন্তা দূর করতে হবে।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জাহান আরা বেগম। সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গার্লস গাইডের কিশোরীরা নৃত্য ও গান পরিবেশন করে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড