হোম > সারা দেশ > রাজশাহী

সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জেলা পরিষদের জায়গায় শহীদ মিনারের সঙ্গে অন্য কোন স্থাপনা নির্মাণ না করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার রাজশাহী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আগামী ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেব আমরা। জেলা পরিষদ যে চক্রান্ত করছে ব্যবসা প্রতিষ্ঠান করার, সেটি থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’ 

তাঁরা আরও বলেন, ‘বিভাগীয় শহর রাজশাহীতে কেন্দ্রীয়ভাবে একটিও শহীদ মিনার নেই। এটি আমাদের জন্য লজ্জার। তাই তিন বছর আগে মীমাংসিত এই জায়গাতেই শহীদ মিনার করতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠান করতে দেওয়া হবে না।’ 

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর বিভাগীয় সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই ঘোষ, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, রাজশাহী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আখতার কাজল, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার প্রমুখ।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়