হোম > সারা দেশ > রাজশাহী

বাড়তি ভাড়া না দিলে আলু আটকে রাখছে হিমাগার, কৃষকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

হিমাগারে ভাড়া বাড়ার প্রতিবাদে রাজশাহীতে আলুচাষিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

হিমাগারে ভাড়া বাড়ার প্রতিবাদে রাজশাহীতে আবারও প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন আলুচাষিরা। আজ রোববার দুপুরে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, বাড়তি ভাড়া দিতে না চাইলে হিমাগার থেকে এখন আলু বের করতে দেওয়া হচ্ছে না। অথচ সময়মতো আলু বিক্রি করতে না পারলে তাঁরা লোকসান গুনবেন।

কৃষকেরা জানান, প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে চার টাকা ভাড়া দিতে হতো তাঁদের। এবার আলু ওঠার সময় ভাড়া বাড়ানো হয়েছে। তখনও তাঁরা বিক্ষোভ করেন। কিন্তু ভাড়া কমানো হয়নি। এখন আলু বের করতে গেলে কেজিপ্রতি আট টাকা করে চাচ্ছে হিমাগার কর্তৃপক্ষ।

চাষিরা জানান, মৌসুমের শুরুতে ভাড়া বাড়ানো হলে তাঁরা আন্দোলন করেছিলেন। তখন ভাড়া কমানোর আশ্বাস দিয়েছিল প্রশাসন। কিন্তু কৃষকদের কোনো আশ্বাসের বাস্তবায়ন হয়নি। ভাড়া কমানোর কথা থাকলেও এখনো বস্তাপ্রতি ৫৬০ টাকা বা কেজিতে প্রায় আট টাকা করে নেওয়া হচ্ছে। যাঁরা ৫৬০ টাকা দিচ্ছেন না, তাঁদের আলু বের করতে দেওয়া হচ্ছে না।

রাজশাহী জেলা আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি আহাদ আলী, সহসভাপতি আলম আলী, সাধারণ সম্পাদক মো. মিঠু, সহসাধারণ সম্পাদক আবদুল গাফফার, কোষাধ্যক্ষ আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।

এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানকে কয়েক দফা ফোন করলেও তিনি ধরেননি। তাই অভিযোগের ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার