হোম > সারা দেশ > রাজশাহী

মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ২৩০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুল বাড়ি কুড়িগ্রাম ভারত সীমান্ত দিয়ে আসা ২৩০ বোতলের একটি ফেনসিডিল চালান জব্দ করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের গোয়েন্দা দল। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারেরা হলেন—মো. জাকির হোসেন (৩০) ও মো. কাজল (২২)। গতকাল শুক্রবার রাতভর অভিযান চালানো হয়। আজ শনিবার রাজশাহী গোয়েন্দা বিভাগের পরিদর্শক পারভিন আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

মামলায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি থানার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোডে একটি নম্বর ছাড়া সিএনজি অটোরিকশা গতিরোধ করেন তাঁরা। তল্লাশির সময় সিএনজির পেছন সিটে আসামিদের দুই পায়ের মাঝে তিনটি কাপড়ের ব্যাগে তিন ভাগে ২৩০টি ফেনসিডিলের বোতল পান। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগে উপপরিচালক গোয়েন্দা জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে নোডাল এজেন্সি হিসেবে ডিএনসি রাজশাহী গোয়েন্দা কাজ করছে। সে ধারাবাহিকতায় এই অভিযান। 

ভারত সীমান্ত থেকে প্রতিটি বোতল এক হাজার টাকা করে কিনে এনে বাজারে এগুলো তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকে এই মাদক ব্যবসায়ীরা। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের দিকে ভারতে ফেনসিডিল নামে এই একই ধরনের কফ সিরাপ মাদক হিসেবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সে সময় ভারতের কর্তৃপক্ষ বলেছিল, এই ফেনসিডিল প্রতিবেশী নেপাল ও বাংলাদেশে চোরাচালান হচ্ছে। ২০১৬ সালে ভারতে কোডিন কফ সিরাপের একাধিক ব্র্যান্ড মাদক হিসেবে ব্যবহার শুরু করে। বাংলাদেশে কর্তৃপক্ষ চোরাচালান হওয়া হাজার হাজার বোতল ফেনসিডিল বিভিন্ন সময় উদ্ধার করেছে এবং এর সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করেছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার