হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

হারিয়ে গেছে মানসিক ভারসাম্যহীন ছেলে, দিশেহারা মা-বাবা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

নিখোঁজ কিশোর ফারুক আহম্মেদ। ছবি: সংগৃহীত

পাঁচ দিন হয়ে গেল ফিরে আসেনি ফারুক। প্রতিটি মুহূর্ত দরজার দিকে তাকিয়ে আছেন বাবা-মা, যদি কখনো দেখা মেলে প্রিয় ছেলেটার। কান্নাভেজা চোখে তাঁরা বলছেন ‘আমরা শুধু ওকে ফেরত চাই।’

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ও মনিজা বেগম। তাদের একমাত্র ছেলে ফারুক আহম্মেদ (১৫) জন্ম থেকেই মানসিকভাবে অসুস্থ। শান্ত স্বভাবের এই কিশোর কোনাবাড়ী ইসহাক দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে পড়ত। সময় কাটাত বাড়ির আঙিনায় বা পাশের মাঠে। কখনো একা দূরে যেত না। কিন্তু গত শুক্রবার বিকেলে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি ফারুক। এরপর থেকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন তার মা-বাবা।

চোখের পানি মুছতে মুছতে আব্দুর রশিদ বলেন, ‘আমার ছেলে কোনো ক্ষতি করতে পারে না, সে শুধু খেলে আর হাসে। এখন কে জানে কোথায় আছে, খেয়েছে কি না... কোনো কষ্টে আছে কি না—এই চিন্তায় ঘুম হয় না।’

হারিয়ে যাওয়ার সময় ফারুকের পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, স্বাস্থ্য গড়ন মাঝারি, মাথার চুল লম্বা ও কালো। ছেলের খোঁজে গতকাল সোমবার আব্দুর রশিদ কামারখন্দ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিয়েছেন খোঁজখবরের পোস্ট। কিন্তু এখনো কোনো খবর নেই।

কেউ ফারুকের খোঁজ বা কোনো তথ্য পেয়ে থাকলে ০১৯১৪৭২৯৮৪৮ নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর