হোম > সারা দেশ > রাজশাহী

অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় মদ্যপ অবস্থায় পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৩০)। তিনি ভারশোঁ মৎস্যজীবী পাড়ার মৃত আহসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ বারিকের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যান একই এলাকার বেলাল হোসেন, মমতাজ হোসেন, সাইদুর রহমান ও আনিছার রহমান। প্রথম দফায় মাছ ধরার পর পুকুর মালিক সেগুলো নিয়ে দেলুয়াবাড়ি বাজারে বিক্রি করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পুকুরটিতে দ্বিতীয় দফায় জাল নামানোর আগে পুকুর মালিক ধীরেন্দ্রনাথ বারিক নিজ বাড়িতে জেলেদের মদ পান করান। বেসামাল অবস্থায় পুকুরে আবারও জাল ফেলেন তাঁরা। জাল টান দেওয়া একপর্যায়ে বেলাল হোসেন পানিতে ডুবে যান।

গ্রামের শহিদুল ইসলাম চিতল বলেন, মৎস্যজীবী বেলালসহ তাঁর সঙ্গীরা প্রায়ই নেশা করে। ঘটনার দিন অতিরিক্ত মাদকসেবনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বেলাল পানিতে ডুবে মারা যান। ঘটনার পর থেকে বেলালের সঙ্গীরা গাঁ ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

পুকুর মালিক ধীরেন্দ্রনাথ বারিক জেলেদের মদপান করানোর অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত পারিশ্রমিকে জেলেদের দিয়ে পুকুর মাছ ধরার কাজে লাগিয়েছিলেন। মাছ ধরার সময় হঠাৎ করেই পানিতে ডুবে যান বেলাল।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, অতিরিক্ত মদ্যপানের কারণে পানিতে ডুবে বেলালের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ কারণে তাঁর মরদেহ উদ্ধার করে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার