হোম > সারা দেশ > নাটোর

সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাক ও অটোভ্যানের চালক নিহত

বড়াইগ্রাম ও লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ট্রাক ও ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্যাটারিচালিত অটোভ্যানের চালক বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসারউদ্দিনের ছেলে আলফু আলী (৫৫) ও ট্রাকচালক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলভদ্রপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তাকিম শেখ (২৩)। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন। তাঁকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক নিহত হন। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ট্রাক চালক ও সহকারীকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক