হোম > সারা দেশ > রাজশাহী

৬০০ পাখি হত্যার অপরাধে ২ শিকারির কারাদণ্ড

রাবি প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে ফাঁদ পেতে ৬০০ বাবুই পাখি শিকারের অপরাধে দুই শিকারিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ হাজার টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত দুই শিকারি হলেন—আবু বক্কর সিদ্দিক (৫৫) ও তাঁর ছেলে ফিরোজ হোসেন (৩২)। তাঁরা নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা বলছে, ফিরোজ হোসেন তাঁর বাবাকে সঙ্গে করে চারঘাটে তাঁর শ্বশুরবাড়িতে এসেছিলেন। রাতে উপজেলার কাঁকড়ামারী বিল মেরামতপুর এলাকায় ফাঁদ পেতে তাঁরা প্রায় ৬০০ পাখি শিকার করেন। সকালে পাখিগুলোকে জবাই করেন। পরে জবাই করা পাখিগুলো তারা ব্যাগে ভরে নেন। তাঁরা এর আগেও এই এলাকায় পাখি মেরেছেন। তারা প্রতিটি পাখি ১০ টাকা করে হোটেলে বিক্রি করেন।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পাখি হত্যার অভিযোগে দুই শিকারিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ২৬ ধারায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সকালেই তাদেরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা