হোম > সারা দেশ > রাজশাহী

৬০০ পাখি হত্যার অপরাধে ২ শিকারির কারাদণ্ড

রাবি প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে ফাঁদ পেতে ৬০০ বাবুই পাখি শিকারের অপরাধে দুই শিকারিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ হাজার টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত দুই শিকারি হলেন—আবু বক্কর সিদ্দিক (৫৫) ও তাঁর ছেলে ফিরোজ হোসেন (৩২)। তাঁরা নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা বলছে, ফিরোজ হোসেন তাঁর বাবাকে সঙ্গে করে চারঘাটে তাঁর শ্বশুরবাড়িতে এসেছিলেন। রাতে উপজেলার কাঁকড়ামারী বিল মেরামতপুর এলাকায় ফাঁদ পেতে তাঁরা প্রায় ৬০০ পাখি শিকার করেন। সকালে পাখিগুলোকে জবাই করেন। পরে জবাই করা পাখিগুলো তারা ব্যাগে ভরে নেন। তাঁরা এর আগেও এই এলাকায় পাখি মেরেছেন। তারা প্রতিটি পাখি ১০ টাকা করে হোটেলে বিক্রি করেন।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পাখি হত্যার অভিযোগে দুই শিকারিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ২৬ ধারায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সকালেই তাদেরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান