হোম > সারা দেশ > রাজশাহী

ছোট ভাইয়ের ওপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নে বিয়াঘাট গ্রামের কাওছার  (১২) নামের এক কিশোর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিয়াঘাট গ্রামের সরকার পাড়া এলাকার কাওছার (১২) তার ছোট ভাই ওয়াজিদের (৬) ওপর রাগ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার করেছে বলে জানা গেছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে ওই ঘটনা ঘটে।

নিহত কাওছার  ওই গ্রামের জাবেদ আলীর ছেলে। সে মোল্লা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। 

নিহত কিশোরের পরিবার ও স্থানীয়রা বলছে, কাওছার  শুক্রবার জুমার নামাজ পড়ে তার ছোট ভাই ওয়াজিদের সঙ্গে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বেড় হয়ে যায়। খেলাধুলা করার সময় হঠাৎ ওয়াজিদের সঙ্গে মারামারি হয় কাওছারের। একপর্যায়ে কাওছার  বাসায় ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন জানতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

নিহত কাওছারের বাবা বলেন, ‘আমার দুই ছেলে। তারা শান্তশিষ্ট। আমার ছেলে সামান্য বিষয়ে আত্মহত্যা করবে এটা আমি মেনে নিতে পারছি না।’ 

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গলায় ফাঁস নেওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। তার গলায় চিহ্ন ছিল।’ 

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা