হোম > সারা দেশ > রাজশাহী

নিয়ামতপুরে ‘ককটেল’ বিস্ফোরণে আহত ৪ 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের খাদ্যগুদামের সামনে পোস্ট অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, বিস্ফোরিত হওয়া বস্তুটি ককটেল।

আহতরা হলেন আহসান হাবীব রকি (৩৫), সিরাজ উদ্দিন নিশান (২৩), তোফায়েল আহমেদ (২৩) ও ওসমান গনি (১৯)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিসের সামনে বিস্ফোরণ ঘটে। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পাঁচ-ছয়জন যুবক দৌড়ে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান বলেন, ‘ককটেলের বিস্ফোরণ ঘটলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে ককটেলের বিস্ফোরণ ঘটানো ওই যুবকদের পেছনে ধাওয়া করলে তাঁরা দৌড়ে পালিয়ে যান।’ তবে কী কারণে এমন বিস্ফোরণ তা তিনি জানাতে পারেননি।

বিস্ফোরণে আহত সিরাজ উদ্দিন নিশান বলেন, ‘বিশ্বকাপের খেলা দেখার উদ্দেশ্যে তিন মাথা মোড়ে যাওয়ার পথে ককটেলের বিস্ফোরণ ঘটে। কী কারণে আমাদের লক্ষ্য করে এমন ঘটনা সেটি বুঝতে পারছি না।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বানী বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
 
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আলামত দেখে এটি ককটেলের বিস্ফোরণ মনে হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার