হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক নিহত, আহত সহযোগী 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি পিকআপ ভ্যান। এতে ওই পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালকের সহযোগী আয়ুব আলী। আয়ুব আলীকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসার দেওয়া হচ্ছে। নিহত চালকের নাম জাহিদ হাসান (২৫)। 

বুধবার রাত ৯টার পর উপজেলার বালানগর (মাথাভাঙ্গা) মোড়ে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহত জাহিদ হাসানের বাড়ি রাজশাহীর দামকুড়া হাট এলাকায়। তিনি দীর্ঘদিন থেকে বাগমারাসহ বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে করে গ্যাস সিলিন্ডার সরবরাহ করে আসছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি ভবানীগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। রাতে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় রাস্তার নিচে পানিতে পড়ে যায় পিকআপ ভ্যানটি। পরে সেখান আয়ুব আলী বের হতে পারলেও গাড়িতে থেকে যান জাহিদ। অনেক চেষ্টা করেও তাঁকে বের করতে পারেননি আয়ুব আলী। পানির নিচে তলিয়ে যাওয়ায় দ্রুত সময়ের মধ্যেই জাহিদের মৃত্যু হয়। 

পরে স্থানীয়রা বাগমারা থানায় খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেই সঙ্গে থানা-পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় পানিতে তলিয়ে যাওয়া পিকআপ ভ্যানটি সরিয়ে চালককে গাড়ির ভেতর থেকে বের করা হয়। 

বাগমারা থানার (ওসি তদন্ত) পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকলে মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।’  

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান