ঋণগ্রস্ত হয়ে রাজশাহীর বাঘায় তুহিন হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ রোববার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তুহিন হোসেন ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
জানা যায়, তুহিন হোসেন (৪০) পারিবারিক অভাব–অনটনের কারণে বিভিন্ন এনজিও ও স্থানীয়দের কাছে থেকে বেশ কিছু টাকা ধার নেন। এ টাকা পরিশোধ করতে না পেরে বাড়ির পাশে আম গাছে রশি বেঁধে আত্মহত্যা করেছেন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।