হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ঝড়ে গাছের ডাল ভেঙে ২ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা এবং গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওয়াহেদা বেগম (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী। 

অপরজন শামিম আহম্মেদ (১৭)। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম বাঙাবাড়ি গ্রামের সাম্মে আলীর ছেলে। 

সুখানপুকুর রেলস্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, সান্তাহার থেকে লালমনিরহাটগামী বগুড়া কমিউটার ট্রেনটি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং ছিল। এ কারণে বগুড়া কমিউটার ট্রেনটি সুখানপুকুর স্টেশনে বিকেল সাড়ে ৪টা থেকে অপেক্ষা করছিল। বগুড়া কমিউটার ট্রেনের যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে অপেক্ষা করছিলেন। 

বিকেল ৫টার দিকে আকস্মিকভাবে ঝড় শুরু হলে একটি গাছের ডাল ভেঙে একজন আহত হয়। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁর সঙ্গে থাকা অপর কয়েকজন যাত্রী। 

নিহত শামিম আহম্মেদের ভাগনে গোলাপ মিয়া বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মামা শামিম আহম্মেদের মৃত্যু হয়। পরে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি, তবে নিহতের নাম পরিচয় আমরা জানতে পারিনি।’ 

অপর দিকে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে বাড়ির পার্শ্বে খড়ি কুড়াচ্ছিলেন ওয়াহেদা বেগম। এ সময় আকস্মিক ঝড়ে ইউক্যালিপটাসগাছের একটি ডাল তাঁর মাথার ওপরে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার