হোম > সারা দেশ > রাজশাহী

ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে শিশু ধর্ষণ মামলায় শাহজাহান আলী ওরফে সাজা নামের এক বৃদ্ধকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বৃদ্ধের বাড়ি উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে বগুড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে কাজীপুর থানা-পুলিশ। 

থানা ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বগুড়ার ধুনট উপজেলার মোহনপুর গ্রামের সাদ্দাম হোসেন পাঁচ বছর বয়সী এক শিশুকে নিয়ে কাজীপুরের চরকাদহে তাঁর মামার বাড়ি বেড়াতে আসেন। ওইদিন বিকেলে শিশুটিকে একা পেয়ে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে যান একই গ্রামের শাহজাহান আলী ওরফে সাজা নামের এক বৃদ্ধ। সেখানে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সটকে পড়েন তিনি। 

এদিকে শিশুটির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলে তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে সবাইকে বিষয়টি বলে দেয়। পরে স্বজনরা শিশুটিকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরদিনই ১৫ ফেব্রুয়ারি শিশুটির মামা আবদুল মজিদ বাদী হয়ে শাহজাহান আলী ওরফে সাজাকে আসামি করে কাজীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা