হোম > সারা দেশ > রাজশাহী

ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে শিশু ধর্ষণ মামলায় শাহজাহান আলী ওরফে সাজা নামের এক বৃদ্ধকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বৃদ্ধের বাড়ি উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে বগুড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে কাজীপুর থানা-পুলিশ। 

থানা ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বগুড়ার ধুনট উপজেলার মোহনপুর গ্রামের সাদ্দাম হোসেন পাঁচ বছর বয়সী এক শিশুকে নিয়ে কাজীপুরের চরকাদহে তাঁর মামার বাড়ি বেড়াতে আসেন। ওইদিন বিকেলে শিশুটিকে একা পেয়ে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে যান একই গ্রামের শাহজাহান আলী ওরফে সাজা নামের এক বৃদ্ধ। সেখানে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সটকে পড়েন তিনি। 

এদিকে শিশুটির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলে তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে সবাইকে বিষয়টি বলে দেয়। পরে স্বজনরা শিশুটিকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরদিনই ১৫ ফেব্রুয়ারি শিশুটির মামা আবদুল মজিদ বাদী হয়ে শাহজাহান আলী ওরফে সাজাকে আসামি করে কাজীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার