রাজশাহীর পদ্মা নদীতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠিসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। একজন ডুবে যাওয়ার পর আরেকজন তাকে বাঁচাতে গেলে দুজনেই পানিতে তলিয়ে যায়।
মৃত দুজন হলো বড়কুঠি এলাকার সারিফ শেখের ছেলে রাহিন শেখ ওরফে নীরব (১৫) এবং একই এলাকার শাহিদ হোসেনের ছেলে সাহিল হোসেন (১৫)। এর মধ্যে সাহিল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আর নীরবও অষ্টম শ্রেণিতে পড়ত নগরীর লোকনাথ উচ্চ বিদ্যালয়ে। একই এলাকায় বাড়ি বলে তারা দুজনে ভালো বন্ধু ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছে, বেলা সাড়ে ১১টার দিকে বড়কুঠি এলাকার ছয় কিশোর পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় নীরব পানিতে তলিয়ে যেতে থাকে। এটি দেখে সাহিল তাঁকে বাঁচাতে নীরবের কাছে যায়। এ সময় দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে অন্য চারজন উঠে এসে স্থানীয় লোকজনকে ডাকে। তখন স্থানীয়রা নদী থেকে নীরব ও সাহিলকে উদ্ধার করে। এরপর দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে নৌ পুলিশের পক্ষ থেকে মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।