হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী দইমেলা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রায় আড়াই শ বছরের ঐতিহ্য নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে দিনব্যাপী দইমেলা হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার এই মেলার আয়োজন করা হয়।

আজ ভোর থেকে শুরু হওয়া দিনব্যাপী এই মেলায় দইয়ের পাশাপাশি মুড়ি-মুড়কি, চিড়া, মোয়া, বাতাসা, কদমা, খেজুর গুড়সহ রসনাবিলাসী খাবার বেচাকেনা হয়।

ঐতিহ্যবাহী তাড়াশের দইমেলা নিয়ে রয়েছে নানা গল্প-কাহিনি। তাড়াশ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রজত ঘোষ বলেন, জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম রশিক রায় মন্দিরের মাঠে দইমেলার প্রচলন করেছিলেন।

এলাকায় এমনও জনশ্রুতি রয়েছে, জমিদার রাজা রায় বাহাদুর দই ও মিষ্টান্ন খুব পছন্দ করতেন। তাই জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করা হতো। সেই থেকে জমিদার বাড়ির সামনে রশিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে তিনি তিন দিনব্যাপী দইমেলা শুরু করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর মাঘ মাসে সরস্বতী পূজার দিনে পঞ্চমী তিথিতে দইমেলার আয়োজন করা হয়।

কথিত আছে, সেই আমলে প্রতিবছর মেলায় আসা সবচেয়ে ভালো সুস্বাদু দই তৈরিকারক ঘোষকে জমিদারের পক্ষ থেকে উপঢৌকন দেওয়ার রেওয়াজও ছিল।

এদিকে দইমেলায় আসা এসব দইয়ের স্বাদের কারণে নামেরও ভিন্নতা রয়েছে। যেমন ক্ষীরসা দই, শাহি দই, চান্দাইকোনার দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, ডায়াবেটিক দই, শ্রীপুরী দই—এ রকম হরেক নামে, ভিন্ন ভিন্ন দামে শত শত মণ দই বিক্রি হয়।

বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, ঘুড়কা, নাটোরের গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, পাবনার চাটমোহরের হান্ডিয়ালের দই, ডায়াবেটিক দই, তাড়াশের দই প্রচুর বেচাকেনা হয়।

মেলায় বগুড়ার শেরপুর থেকে আসা মহাদেব ঘোষ বলেন, সম্প্রতি দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, দই পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দাম বেড়েছে।
তবে চাহিদা থাকায় মেলায় আসা কোনো ঘোষের দই অবিক্রীত থাকে না।

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, সরস্বতী পূজা উপলক্ষে দীর্ঘকাল ধরে দইয়ের মেলা হয়ে আসছে। আয়োজক কমিটি ছাড়াই এ মেলা হয়ে থাকে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর