হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে জনপ্রিয়তা পেয়েছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বসত বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা ব্যবহার করে সবজি ও পুষ্টির চাহিদা পূরণে বগুড়ার শিবগঞ্জে গড়ে উঠেছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকায় বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম নামের এই প্রকল্প। যা ইতিমধ্যেই কৃষকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

কৃষি অফিস জানিয়েছে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এই পুষ্টি-প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ওই এলাকার ৫০ জন কৃষক পরিবারকে এ সুযোগ প্রদান করা হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে পরিসর। 

পুষ্টি-প্রযুক্তি গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে সরবরাহ করা হয়েছে একটি করে বল সুন্দরী জাতের কূলের চারা, আম্রপালি জাতের আমের চারা এবং দুটি করে প্লাস্টিক নেটের বেড়া। 

পুষ্টি গ্রাম প্রকল্পের সুবিধাভোগী রহবল পশ্চিম পাড়া এলাকার সানাউল ইসলাম জানান, কৃষি অফিসের নিবিড় তত্ত্বাবধানে তাঁদের পরিত্যক্ত জমিতে আম ও কূল গাছসহ বেশ কয়েক প্রকার সবজির চাষ হচ্ছে। 

একই এলাকার সাইফুল ও জাহাঙ্গীর আলম জানান, আমরা বাড়ির পরিত্যক্ত জায়গায় পেঁপে, আদা, হলুদ, ওল কচু, শজনে, কচুশাক, মাছ আলু, তাল আলু সহ বেশ কয়েক প্রকারের সবজি চাষ করছি। আমাদের দেখে এলাকার অনেকেই এখন পরিত্যক্ত জমিতে এসব চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। 

এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে জানান, দিন দিন মানুষের সংখ্যা বাড়লেও কমছে জমির পরিমাণ। বসতবাড়ির আশপাশে স্বল্পপরিসরে জমি পতিত থাকে। এ সব পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পারিবারিক সবজি-পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি বিভাগ এ প্রকল্প হাতে নিয়েছে। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক