হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে জনপ্রিয়তা পেয়েছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বসত বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা ব্যবহার করে সবজি ও পুষ্টির চাহিদা পূরণে বগুড়ার শিবগঞ্জে গড়ে উঠেছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকায় বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম নামের এই প্রকল্প। যা ইতিমধ্যেই কৃষকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

কৃষি অফিস জানিয়েছে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এই পুষ্টি-প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ওই এলাকার ৫০ জন কৃষক পরিবারকে এ সুযোগ প্রদান করা হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে পরিসর। 

পুষ্টি-প্রযুক্তি গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে সরবরাহ করা হয়েছে একটি করে বল সুন্দরী জাতের কূলের চারা, আম্রপালি জাতের আমের চারা এবং দুটি করে প্লাস্টিক নেটের বেড়া। 

পুষ্টি গ্রাম প্রকল্পের সুবিধাভোগী রহবল পশ্চিম পাড়া এলাকার সানাউল ইসলাম জানান, কৃষি অফিসের নিবিড় তত্ত্বাবধানে তাঁদের পরিত্যক্ত জমিতে আম ও কূল গাছসহ বেশ কয়েক প্রকার সবজির চাষ হচ্ছে। 

একই এলাকার সাইফুল ও জাহাঙ্গীর আলম জানান, আমরা বাড়ির পরিত্যক্ত জায়গায় পেঁপে, আদা, হলুদ, ওল কচু, শজনে, কচুশাক, মাছ আলু, তাল আলু সহ বেশ কয়েক প্রকারের সবজি চাষ করছি। আমাদের দেখে এলাকার অনেকেই এখন পরিত্যক্ত জমিতে এসব চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। 

এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে জানান, দিন দিন মানুষের সংখ্যা বাড়লেও কমছে জমির পরিমাণ। বসতবাড়ির আশপাশে স্বল্পপরিসরে জমি পতিত থাকে। এ সব পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পারিবারিক সবজি-পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি বিভাগ এ প্রকল্প হাতে নিয়েছে। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা