বগুড়ার শিবগঞ্জে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক বৃদ্ধার এক দিন পর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া বৃদ্ধার নাম চম্পারানী (৭০)। তিনি উপজেলার দেউলী ইউনিয়নের রহবল হিন্দুপাড়ার প্রফুল্লের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তীব্র শীতের কারণে বাড়ির উঠানে আগুন পোহাতে গিয়ে চম্পারানীর কাপড়ে আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে মারা যান চম্পারানী।
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।