হোম > সারা দেশ > রাজশাহী

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগর পেল রাজশাহীবাসী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঈদের দিন মধ্যরাতের মধ্যেই রাজশাহী মহানগরীর শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। ফলে ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগর পেয়েছেন রাজশাহীবাসী। কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতা করায় নগরবাসীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এবারও ঈদের দিন মধ্যরাতের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিল রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ঈদের পরদিন মঙ্গলবার শহরের কোথাও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়নি।

এর আগে গত সোমবার বিকেলে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শারীরিক শিক্ষা কলেজসংলগ্ন পবাপাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এরপর তিনি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

রাসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, ‘এবার রাজশাহী মহানগরীতে প্রায় তিন হাজার টন কোরবানির বর্জ্য হয়েছিল। মেয়র খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনা ও ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করতে সম্ভব হয়েছি।’

তিনি আরও বলেন, ঈদের দিন বেলা ১১টা থেকে ওয়ার্ড পর্যায়ে পশু জবেহের স্থান থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা। ৩০টি ওয়ার্ড থেকে বর্জ্য সংগ্রহ করে ২৮টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা থেকে রাত ১টার মধ্যে বর্জ্য সিটিহাটসংলগ্ন ভাগাড়ে নিয়ে ফেলা হয়।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, এবার ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ২১০টি স্থান নির্ধারণ করা হয়। কোরবানির বর্জ্য অপসারণে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়। পরিচ্ছন্ন বিভাগের ১ হাজার ৩৯৪ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণ ও শহর পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ছিলেন। প্রায় ৪০০ ভ্যান, ২ স্টিড রোলার, ৬ ট্রাক্টর ডবল ট্রলিসহ ১৫টি হাইড্রোলিক ট্রাক, ২টি ওয়াটার ট্যাংকার এই কার্যক্রমে যুক্ত ছিল। বর্জ্য অপসারণের পর পশু জবেহ করার স্থানগুলোতে ব্লিচিং পাউডার ছিটানো হয়।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার