টানা বৃষ্টিতে পানি বেড়েছে মহানন্দা নদীতে। পানি বেড়ে যাওয়ার ফলে শুরু হয়েছে ভাঙন। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। গ্রাম থেকে কয়েক মিটার দূরেই ভাঙনের তাণ্ডবলীলা দেখা দিচ্ছে মহানন্দায়।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, গত কয়েক দিনের বৃষ্টির ফলে মহানন্দা নদী ভয়ানক আকার ধারণ করেছে। নদীভাঙন শুরু হওয়ায় ওই এলাকার কয়েক শ পরিবার আতঙ্কে রয়েছে। গত বছরও নদীভাঙনে অনেক আবাদি জমি তলিয়ে গিয়েছিল। ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এবারও অনেক আবাদি জমি নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
নুর মোহাম্মদ নামের একজন বাসিন্দা জানান, এ বছর বন্যায় সবচেয়ে বেশি হুমকির মুখে আছেন দিলজান হাজীর টোলা, বাসেদ মণ্ডলের টোলা ও সামশুদ্দিন মণ্ডলের টোলার বাসিন্দারা। মহানন্দার ভাঙনের খবরে দিশেহারা এসব এলাকার মানুষ। এর আগেও নদীভাঙনে কৃষিজমি হারিয়ে পথে বসেছেন অনেকেই। এখন ভিটেমাটি হারানোর শঙ্কায়।
জমসেদ আলী নামের আরেক বাসিন্দা জানান, বর্তমানে দেবীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে ভাঙন শুরু হয়েছে। সঠিক সময়ে ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এই ইউনিয়নের ধুলাউড়ি হাট, দেবীনগর কেন্দ্রীয় ঈদগাহ, দাখিল মাদ্রাসা, দেবীনগর বালিকা উচ্চবিদ্যালয়, দেবীনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়, দিয়াড় মহাবিদ্যালয়, ইসলামিয়া মাদ্রাসাসহ অনেক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
দেবীনগর ইউপির চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস বলেন, নদীভাঙনের বিষয়ে অবগত আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
এ প্রসঙ্গে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ময়েজ উদ্দিন বলেন, ‘দেবীনগরে মহানন্দা নদীতে ভাঙনের বিষয়টি আমরা জেনেছি। দ্রুত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'