হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ স্থলবন্দরে ৮ কোটি টাকার অলংকার জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোনামসজিদ স্থলবন্দরে জব্দ করা অলংকার। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অবৈধভাবে আনা ৭৬৭ কেজি সিটি গোল্ডসহ অন্যান্য ধাতব অলংকার জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার ভোরে স্থলবন্দর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অলংকারগুলো জব্দ করা হয়। এ সময় আব্দুস শুকুর নামের একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোনামসজিদ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে তল্লাশি চালান বিজিবির সদস্যরা। এ সময় ভারত থেকে আমদানি করা চায়না ক্লের আড়ালে লুকিয়ে রাখা ৩৩০ কেজি সিটি গোল্ড ও ৪৩৭ কেজি অন্য ধাতব অলংকার জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুরকে আটক করা হয়।

বিজিবির অধিনায়ক আরও বলেন, শুল্ক ফাঁকি দিতে অলংকারগুলো ভারত থেকে মিথ্যা ঘোষণাপত্রের মাধ্যমে অবৈধভাবে আমদানি করা হয়েছে। আমদানি ঘোষণাপত্রে ক্লে উল্লেখ করলেও আনা হয়েছে ধাতব অলংকার। জব্দ অলংকারের দাম প্রায় ৮ কোটি টাকা।

এদিকে সোনামসজিদ স্থলবন্দরে আধুনিক স্ক্যানার না থাকায় ক্লের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ধাতব অলংকার শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম জাকারিয়া।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে